Home > Hajj Offers > Hajj Package >A Special Package Details

এ স্পেশাল বা বিশেষ প্যাকেজ (শিফটিং)

এ স্পেশাল বা বিশেষ প্যাকেজ (শিফটিং) এ রয়েছে ৪/৫ স্টার মানের হোটেল। হারাম শরীফ হতে ০-১০০ মিটারের মধ্যেই। প্যাকেজ মেয়াদ- ৩৫-৩৮ দিন।

হজ্জ প্যাকেজ ২০২৪ ইং



Package Quantity
প্যাকেজের ধরণ
প্যাকেজ খরচ -
৯,৩৫,০০০/-
আবাসন-মক্কা শরীফ :
০-১০০ মিটার
আবাসন-মদিনা শরীফ :
০-১০০ মিটার

Package Details

প্যাকেজের মেয়াদ ও যাওয়া - আসার সম্ভাব্য তারিখ: প্যাকেজের মেয়াদ ৩৫-৩৮ দিন। এই প্যাকেজে দুটি গ্রুপ যাবে ইনশাআল্লাহ।
প্রথম গ্রুপ: পবিত্র হজ্জের ফ্লেইট শুরুর সর্বোচ্চ ২-৪ দিনের মধ্যে রওয়ানা এবং হজ্জের কার্যক্রম শেষ হওয়ার ৩-৫ দিনের মধ্যে মক্কা জেদ্দা হয়ে ঢাকা।
দ্বিতীয় গ্রুপ: সর্বশেষ ফ্লাইটের ১/২ দিন আগে যাওয়া এবং সর্বশেষ ফ্লাইটের ১/২ দিন আগে আসা।
আবাসন-মক্কা শরীফ: প্রথম ও দ্বিতীয় গ্রুপ উভয়ের জন্য হারাম শরীফ হতে ০ (শূণ্য) মিটারের মধ্যে যমযম/হিলটন/সাফা/সুইস হোটেল/ইলাফ কিন্দা ইত্যাদি উন্নত মানের ৪/৫ স্টার মানের হোটেল। ১৫-২০ দিন পর্যন্ত এই হোটেলে অবস্থান।
আবাসন শীর্শা: উভয় গ্রুপের জন্য পবিত্র হজ্জের মূল কার্যক্রমের আগে পরে মিলিয়ে ৩-৫ দিন মিনা / জামারাতের নিকটবর্তী জামারাতে যাতায়াতের সুবিধাজনক স্থানে বাসা। শির্শার বাসার দূরত্ব হারাম শরীফ হতে ১৮০০-২০০০ মিটার, জামারাত হতে ৮০০-১০০০ মিটার। এ বাসা হতে পবিত্র হজ্জের কাজ করা খুবই সুবিধাজনক। একদিকে হারাম অপর দিকে মিনা। শীর্শার হোটেলে অবস্থান করে পবিত্র হজ্জের কার্যক্রম করা মিনার এ ক্যাটাগরীর তাবুতে অবস্থান করার চেয়েও অনেক ক্ষেত্রে সুবিধাজনক। প্রথম উমরা, ফরজ তাওয়াফ, বিদায়ী তাওয়াফের সময় হারামে যাতায়াতের জন্য উন্নত মানের বাস থাকবে। পবিত্র হজ্জের মূল কাজের আগে-পরে ৪-৬ দিন এই হোটেলে অবস্থান করতে হবে। মক্কার হোটেল হতে এই হোটেলে, এই হোটেল হতে মক্কার হোটেলে এজেন্সীর খরচে ও দায়িত্বে হাজীদের মালামাল স্থানান্তর করা হবে।
শীর্শায় এ প্যাকেজ ও এ স্পেশাল প্যাকেজের যাত্রীগণ একই হোটেলে অবস্থান করবেন।
আবাসন-মদিনা শরীফ: প্রথম গ্রুপের জন্য হজ্জের আগে মদিনা শরীফে এবং মসজিদে নববী হতে সর্বোচ্চ ২০০-৩০০ মিটার (মারকাযিয়া এরিয়ায়) উন্নত মানের থ্রি স্টার মানের হোটেল। দ্বিতীয় গ্রুপের জন্য পবিত্র হজ্জের পরে মদিনা শরীফ এবং মসজিদে নববী হতে সর্বোচ্চ ১০০ মিটারের মধ্যে ফাইভ স্টার মানের হোটেল।
মক্কা-মদিনা রুমের সুবিধাসমূহ: লিফট সুবিধাসহ প্রতি রুমে ৪-৫ জন, সিঙ্গেল খাট, বালিশ, ম্যাট্রেস, কম্বল, এটাস্ট বাথরুম, ঠান্ডা-গরম পানি ও প্রতি রুমে ফ্রিজ, প্রতি রুমে Wifi সুবিধা রয়েছে।
তিন বেলা খাবার: সকালের নাস্তা প্রথম গ্রুপের জন্য পরোটা/সৌদি বেকারীর রুটি, ডাল/সবজি/হালুয়া/ভূনা খিচুরী। দ্বিতীয় গ্রুপের জন্য মক্কায় প্রথম গ্রুপের মতই। মদিনায় নাস্তা ৪/৫ স্টার হোটেলে বুফে দেয়া হবে। উভয় গ্রুপের জন্য দুপুর ও রাতে ভাত, ভর্তা/সবজি, মাছ/গোশত ও ডাল। প্রতিদিন এক বেলা ফল, চা/কফির ব্যবস্থা থাকবে। প্রতি বেলায় খাবারে বৈচিত্র থাকবে। বাঙ্গালী নিজস্ব বাবুর্চি দ্বারা খানা পাকানো হয়।
মিনা-আরাফাতের তাবু: উভয় গ্রুপের জন্য মিনা-আরাফাতে D ক্যাটাগরির খরচ প্যাকেজে অর্ন্তভূক্ত। কেউ A বা B ক্যাটাগরির তাবু নিতে চাইলে আলোচনা সাপেক্ষে D ক্যাটাগরির অতিরিক্ত খরচ বহন করতে হবে। তবে শীর্শায় যেহেতু হোটেল আছে সেহেতু A বা B ক্যাটাগরির তাবুর তেমন কোন প্রয়োজন হবে না।
বিশেষ বাস সার্ভিস: মক্কা হতে মিনা, মিনা হতে আরাফাত, আরাফাত হতে মুযদালিফা পর্যন্ত সিটিং রিজার্ভ বাস থাকবে।
মিনায় যাতায়াত ও ফরজ তাওয়াফের পর মিনায় গমন: শীর্শায় হোটেল হতে বাদ মাগরিব/এশা মিনার তাবুতে যাওয়ার জন্য বাস থাকবে। ফরজ তাওয়াফ শেষে মিনার তাবুতে আসার জন্য পরিস্থিতি ও পরিবেশের আলোকে বাস নেয়া সম্ভব হলে নবীজির বাড়ীর কাছ থেকে মিনার তাবু পর্যন্ত এজেন্সীর খরচে বাস দেয়া হবে।
প্রথম ও দ্বিতীয় গ্রুপের সুবিধাদীর পার্থক্য জানতে বা বুঝতে আগ্রহীদেরকে প্যাকেজ নির্ধারণের আগে সরাসরি বিস্তারিত এজেন্সী মালিকের সাথে আলোচনা করে বুঝে নেয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

Package Catagories

Choose You Like Here

এ প্যাকেজ শিফটিং/নন শিফটিং
echonomic hajj package

প্যাকেজ খরচ-৭,৩০,০০০/-

শিফটিং ও নন শিফটিং দুই ধরণের ব্যবস্থাই আছে।

শিফটিং প্যাকেজ: মক্কায় ৫০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল, মদিনায় ৩০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। প্রতিরুমে ৪/৫/৬ জন। প্রতি রুমে সিঙ্গেল খাট ম্যাট্রেস, ফ্রিজ ও বাথরুম থাকবে।
এই প্যাকেজের বিশেষ সুবিধা: হজ্জের মূলকাজের আগে ২ দিন ও পরে ৩ দিন মিনায় জামারাতের কাছে শির্শায় (হারাম শরীফ হতে ১.৫কি.মি) এ স্পেশাল প্যাকেজের হজ্জযাত্রীদের সাথে একই হোটেলে থাকতে পারবেন। জামারাতের কাছে এই হোটেলটি থাকার ফলে মিনায় গমনাগমন মিনার সুন্নাত আদায়, জামারাতের কংকর নিক্ষেপসহ হজ্জের যাবতীয় কাজ তুলনামূলক অনেক সহজ হবে ইনশাআল্লাহ।

নন-শিফটিং প্যাকেজ: মক্কায় সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে স্থায়ী বাড়ী মদিনায় ৫০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। রুম সেটিং শিফটিং প্যাকেজের মত।


বি প্যাকেজ (শিফটিং/নন শিফটিং)
standard hajj package

প্যাকেজ খরচ-৫,৯০,০০০/-

শিফটিং ও নন শিফটিং দুই ধরণের ব্যবস্থাই আছে।

শিফটিং প্যাকেজ: মক্কায় ৭০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল, মদিনায় ৫০০ মিটারের মধ্যে উন্নত মানের হোটেল। প্রতিরুমে ৪/৫/৬ জন। প্রতি রুমে সিঙ্গেল খাট ম্যাট্রেস, ফ্রিজ ও বাথরুম থাকবে। হজ্জের মূলকাজের আগে ২ দিন ও পরে ৩ দিন আজিজিয়া/ কাকিয়া থাকতে হবে। যা হারাম শরীফ হতে ২-৩ কি.মি দূরে। দূরের এই হোটেল হতে মিনায় যাতায়াত ও হজ্জের মূল কার্যক্রম করা সুবিধাজনক।

নন-শিফটিং প্যাকেজ: মক্কায় ১০০০-১২০০ মিটার, মদিনায় ১০০০ মিটার দূরত্বে বাসা। রুম সেটিং শিফটিং প্যাকেজের মত।






এ স্পেশাল শর্ট প্যাকেজ (শিফটিং)
standard hajj package

প্যাকেজ খরচ-৯,২০,০০০/-

শিফটিং মক্কা ৫ স্টার, মদিনা ৩ স্টার, নন শিফটিং ৩ স্টার হোটেল। অন্যান্য সকল সুবিধা এ স্পেশাল প্যাকেজের মতো।

প্যাকেজের মেয়াদ সর্বোচ্চ ২২ দিন।




WE ARE SERVING YOU FOR OVER 27 YEARS

WE ARE YOUR LEADING EXPERTS ON HAJJ, UMRAH AND ISLAMIC TRAVEL


@2019 Hajj Agency

THEME BY@MOHSIN